শেখ হাসিনা কোথাও আশ্রয় চাওয়ার খবরগুলো সঠিক নয়: ছেলে জয়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ১০:৪৮:৩৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, “তার আশ্রয়ের অনুরোধের প্রতিবেদনগুলো ভুল। তিনি কোথাও আশ্রয়ের অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও সাড়া না দেওয়া সত্য নয়।”
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার খবর সত্য নয়।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। সজীব ওয়াজেদ এনডিটিভিকে বলেছেন, তার (শেখ হাসিনা) আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনো জবাব দিচ্ছে না বলে যে কথাটি বলা হচ্ছে, তা সত্য নয়।
শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এদিন বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতে যায়। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন।