লন্ডনে ওরিয়েন্টিকা পারফিউম ওয়্যারহাউজের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ২:৫০:৩৬ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে নানা আনুষ্ঠানিকতর মধ্য দিয়ে ৩ আগস্ট শনিবার লন্ডনের বারকিং এ রেনউইক ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে ওরিয়েন্টিকা নামের নতুন পারফিউম ওয়্যারহাউজ।
২০১৯ সালে ওরিয়েন্টিকা ব্র্যান্ডটি দুবাইয়ে প্রথম লঞ্চচিং করা হয়। লন্ডনের এই ওয়্যারহাউজ থেকে ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ওরিয়েন্টিকার সকল পারফিউম আইটেম ডিস্ট্রিবিউশন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ী এমাদুর রহমান রাসেল। এসময় তিনি নিজ ব্রেন্ডের বিভিন্ন মানের পারফিউম উপস্থিত সকলের নিকট প্রদর্শন ও এর গুণগত মান তুলে ধরেন। ভবিষ্যতে বেলজিয়াম একই ব্রেন্ডের নতুন একটি ওয়্যারহাউস উদ্বোধনের আশা ব্যক্ত করেন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহারমাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিবিসিসিআইয়ের চীফ এডভাইজার, সাবেক প্রেসিডেন্ট সাহগীর বখত ফারুক ও বর্তমান প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার, এ এইচ নুরুজ্জামান। বিশিষ্ট ব্যবসায়ী জামাল খালিক, ইমতিয়াজ আহমেদ, আলী আহমেদ, দুলাল আহমেদ, গিয়াস উদ্দিন ও আবুল নুরুজ্জামান।
সকল অনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহারামইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির ।