কমলগঞ্জে মণিপুরী কবি ডাঃ রাধাকান্ত সিংহের প্রথম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৪, ৫:৫৮:১৭ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আমৃত্যু সেচ্ছাসেবক, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, হোমিও চিকিৎসক ও কবি রাধাকান্ত সিংহের ১ম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগষ্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামন্ডপে মণিপুরী সমাজের সনাতন শাস্ত্র মতে তিথি অনুসারে সংকীর্তন, ভাগবতীয় আলোচনা ও বৈষ্ণব সেবার মাধ্যমে বাৎসরিক এ শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাধাকান্ত সিংহ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, হোমিওপ্যাথি চিকিৎসক এবং একজন ধর্মপরায়ন ব্যক্তি। এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। সমাজের বিভিন্ন স্তরে তাঁর বিচরণ ছিল। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ইং সকাল ১১টায় কবি ডাঃ রাধাকান্ত সিংহ কমলগঞ্জ উপজেলার মাধবপুর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।