বাহরাইন প্রবাসী আল আমিন মোহাম্মদের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৪, ৪:২৭:০৩ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: বাহরাইন প্রবাসী ও কমিউনিটি নেতা আল আমিন মোহাম্মদ ২৭ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আলা আমিন মোহাম্মদ বাহরাইন বাংলাদেশ কমিউনিটিতে খুবই পরিচিত মুখ ছিলেন, তিনি বাহরাইনে যুবকদের নিয়ে গঠন করেছেন সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন, যা বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে আসছে।
আল আমিন মোহাম্মদ সব সময় চেয়েছেন বিদেশে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে। এ ছাড়াও বাহরাইনে বিভিন্ন ব্র্যান্ড যেমন stc, lucky, Bahrain TV, Drago City এবং অন্যান্য অনেক TVC-এর মডেল হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দীর্ঘ ১৬ বছর থেকে বাহরাইনে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন।
আল আমিন মোহাম্মদ দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার (এনএএফএলডি) নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হয়েছিলেন এবং বাংলাদেশ থেকে ক্রমাগত ওষুধ দিয়ে সুস্থ হয়েছিলেন।
গত তিন চার মাস ধরে তার অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে এবং তিনি বাহরাইনের একাধিক বেসরকারি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসকরা তাকে বাহরাইন বা বাংলাদেশে একজন বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি ডাক্তারদের জানিয়ে বাংলাদেশে গত ২২ জুলাই বাংলাদেশে চলে যান। বাংলাদেশে আসার পরের দিনই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে তিন দিন পর চিকিৎসাকালীন ২৭ জুলাই চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের বাড়ি খাগড়াছড়ি সদর কলাবাগানে তার লাশ দাফন করা হয়।
আলা আমিন মোহাম্মদ সচেতনতা মূলক ভিডিও ক্লিপ, বানিয়ে ফেইসবুক ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বাংলাদেশী প্রবাসীদের বাহরাইনের আইন কানুন বুঝতে এবং অনুসরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোভিড-এর কারণে যারা চাকরি হারিয়েছেন তাদের খাদ্য ও আর্থিক সহায়তার জন্য তিনি কোভিডের সময়ে ইতিবাচক ভূমিকা রেখেছিলেন।
আল আমিন মোহাম্মদের মৃত্যুতে বাহরাইন বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। কমিউনিটির সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাস কর্তৃপক্ষ তার বিদেহী আত্মা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।