আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কী? প্রশ্ন প্রধানমন্ত্রীর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ৪:৩৩:২২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ছাত্র ও শিক্ষকদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার ১ আগস্ট ঢাকায় আয়োজিত কৃষক লীগের এক সভায় এ প্রশ্ন তোলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (ছাত্রদের) দাবি মেনে নেয়া হয়েছে, তারপরেও তারা সাধারণ মানুষের সেবা দেয়ার জায়গাগুলোয় আঘাত হেনেছে, অগ্নিসংযোগ করেছে। এটা কোন ধরনের আন্দোলন?’
‘যেখানে তাদের দাবির চেয়েও বেশি মেনে নেয়া হয়েছে, সেখানে এ আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কী? কার স্বার্থে? কেন?’ প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বাংলাদেশে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ অগাস্ট মাস জুড়ে শোক কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে কৃষক লীগের আজকের কর্মসূচি ছিল।