বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে র্যালি ও আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ১:২১:৪৬ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও মৎস্য অফিসের ফিল্ড এসিষ্ট্যান্ড আলমগীর সরকারের সঞ্চালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাসেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সেরা মৎস্য চাষি ঝুটন চন্দ্র পাল, ফয়সাল আহমদ, সাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সেরা মৎস্য চাষিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।