দুই অতিথির সঙ্গে লন্ডনে গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের মত বিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ১২:৪০:৩৬ অপরাহ্ন
লন্ডন অফিস: গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে আয়োজিত বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা শাহেদ আহমেদ চৌধুরী ও আমেরিকা থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা রেজাউল করিম রাসেলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৯ জুলাই লন্ডনের একটি হলে।
গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল চৌধুরী ও সুমন আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম চৌধুরী মিনু, হেলাল আহমেদ, সুমন আহমেদ, মৌলানা কামাল উদ্দিন, জাবেদ আহমদ চৌধুরী, কমিউনিটি নেতা জনাব সৈয়দ এনামুল হক, হাওয়া টিভি’র ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান শানুর, কমিউনিটি নেতা অহিদ উদ্দিন, আরিফ আহমেদ, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ।
সভায় সাধারণ সম্পাদক জয়নুল চৌধুরী তাদের সংগঠনের মাধ্যমে এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন। বিশেষ করে চারখাই বাজারে যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট, বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের কথা। এলাকায় একটি কলেজ নির্মাণ কাজ চলছে। বিশিষ্ট ব্যবসায়ী আল-হারামাইনের কর্ণধার মাহবুবুর রহমান নাসির কলেজ নির্মাণে এগিয়ে এসেছেন। তাকে ও চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। ইংল্যান্ড, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরক এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহবান জানিয়েছেন। পরবর্তীতে অতিথিদ্বয়কে ফুল দিয়ে সম্মানিত করা হয়েছে। পরে মধ্যহ্ন ভোজের মাধ্যমে সমাপ্ত হয়।