মিশিগানে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন হায়াত ফার্মেসী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৪, ১২:০৮:৪৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে শুভ উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন হায়াত ফার্মেসী।
রোববার দুপুরে ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন সাথে ছিলেন কাউন্সিলর ডেভ ডোয়ার হায়াত ফার্মাসির সত্বাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সিদ্দিকুর রহমান, মাহফুজ চৌধুরী এবং মুহাম্মদ জামান এছাড়া কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
হায়াত ফার্মাসি মুলত যে সকল সেবা প্রদান করবেন তার মধ্যে উল্লেখযোগ্য ফ্রি হোম ডেলিভারি প্রথম ২০০ জন রোগী প্রেসক্রিপশন সহ বিনামূল্যে রক্তচাপ মনিটর প্রদান, বিনামূল্যে রক্তচাপ পর্যবেক্ষণ এবং রক্তের গ্লুকোজ পরীক্ষা, টিকা এবং ইমিউনাইজেশন, বাংলা এবং ইংরেজি ভাষায় কথা বলার সুবিধা, সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট নতুন এবং রিফিল রিমাইন্ডার সহ আরো অনেক সেবা প্রদান করবেন।