বার্কশায়ারের কাউন্সিলর হাবিব আলীকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৪, ৭:২৩:১৮ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: ব্ল্যাকওয়াটার এন্ড হাওলি টাউন কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর হাবিব আলীর সম্মানে শুক্রবার ২৬ জুলাই বার্কশায়ারের স্যান্ডহার্স্ট টাউনে রাজ তন্দুরি রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান স্যান্ডহার্স্ট, ব্ল্যাকওয়াটার এবং ক্যাম্বারলি এলাকার স্থানীয় লোকজনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।
আবদুল মজিদ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কামাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফতাব আলী, আজিজ মিয়া, ময়নুল রশিদ, আব্দুল ওয়াদুদ, তারিক মিয়া, হাবিবুর রহমান, রফিক মিয়া, মোহাম্মদ কোহিনুর, আক্তার মিয়া, মেঠু রহমান, মকলিস মিয়া, আসকর উদ্দিন, ইসলাম আলী, মিজানুর রহমান, রফি চৌধুরী শিবা, অলিউর রহমান, শোয়েব মিয়া, বদরুল মিয়া, নাহিয়ান চৌধুরী, আলী আহমেদ, জিল্লুর রহমান, লিটন আলী, শাহ কামালী, মামুন মিয়া।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের বক্তব্যে নবনিযুক্ত কাউন্সিলরের কাজের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা জানান। এবং বার্কশায়ার এবং যুক্তরাজ্যের বাঙালি সম্প্রদায়ের জন্য এটি একটি গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন।
নবনির্বাচিত কাউন্সিলর হাবিব আলী বলেন, আমার ভোটার এবং বন্ধুদের ভালবাসা এবং সম্মান দেখানো আজকের এই অনুষ্ঠান আমার জন্য একটি গর্বের মুহূর্ত। আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমি আপনার সমস্ত চাহিদা পূরণের জন্য আমার সামর্থ্য অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করব। আমি আমার নতুন যাত্রায় এই এলাকায় এবং সারা বিশ্বের সকলের আশীর্বাদ কামনা করছি।
পরিশেষে অনুষ্ঠানে আগত সবার নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।