লন্ডনে কমলগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৪, ৯:৫৯:৪০ অপরাহ্ন
লন্ডন অফিস: পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে ২৫ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী কমলগঞ্জ প্রিমিয়ার লীগ (কেপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ও অংশগ্রহণকারীর দলগুলোর মধ্যে জার্সি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। ছয়টি দলের অংশগ্রহণে এটি ছিল কেপিএল’র প্রথম আয়োজন।
টুর্নামেন্টে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়, শমশেরনগর ইউনাইটেড, দুররানী ড্রাগনস, কমলগঞ্জ ইউনাইটেড, বালিগাঁও ফাইটার্স, কুমড়া কাপন নাইট রাইডার্স নামে ৬ টি দল অংশ গ্রহন করে।
দিন ব্যাপী অনুষ্ঠিত এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুররানী ড্রাগনস ও রানার আপ হয়েছে শমশেরনগর ইউনাইটেড। নান্দনিক ক্রিকেটের পসরা সাজিয়ে কেপিএল এর প্রথম আয়োজনে রৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত কমলগঞ্জ থানার বাসিন্দারা যোগদেন। কমলগঞ্জের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এ আয়োজনকে ঘিরে বিলেতে কমলগঞ্জ বাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার বলেন, শেকড়ের সাথে সেতু বন্ধনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ন। সম্প্রতি বন্ধনে আবদ্ধ হয়ে পারস্পারিক সুসম্পর্ক সুদৃঢ় করতে এ রকম আয়োজন গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। তরুন সমাজকে খেলাধুায় সম্পৃক্ত করে আগামীতে এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক তাইসির মাহমুদ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি কমলগঞ্জ শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য এক গৌরবোজ্জ্বল জনপদ। খেলাধুলার মাধ্যমে বিলেতের কমিউনিটিতে নিজেদের গৌরবজ্জল ইতিহাস ও ঐতিহ্য তুলেধরার আহ্ববান জানান তিনি।
মাঠে ক্রিকেট খেলার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের মধ্যে ভিন্ন ধর্মী চিত্রাঅঙ্কন প্রতিযোগীতারও আয়োজন করেন কে পি এল এর আয়োজক বৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রাঅঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী তিন জনকে পুরস্কৃত করার পাশাপাশি কে পি এলের কার্যক্রমকে বিভিন্ন মিডিয়ায় তুলে ধরার জন্য ইকরা বাংলা টিভির হেড অফ নিউজ আলাউর রহমান খান শাহীনেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কমিটির পক্ষ থেকে ।ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট নুরুল ইসলাম ফটিক, কমিউনিটি নেতা মাহবুবুল হাসান বক্ত বাচ্চু , কমলগঞ্জ সমিতি ইউকের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী, শমশেরনগর হাসপাতাল কমিটির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ সোহেল আহমেদ, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শরাফ উদ্দিন রুমেল, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি নিজাম উদ্দিন দরাছত, বিলেতে আমরা ক’ জন শমসের নগর ইউনাইটেড দলের সত্বাধিকারী আমিনুর রহমান লিটন, কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী গোলাম সারওয়ার মকবুল সালাম, কমিউনিটি এক্টিভিস্ট নূরুজ্জামান চৌধুরী রাসেল, কমিউনিটি এক্টিভিস্ট ও ব্যবসায়ী আব্দুল মোত্তালিব লিটন, মুকিম বক্ত, গোলাম রাব্বানী তৈমুর ও জাকির হোসেন পান্না প্রমুখ।
খেলায় টুর্নামেন্ট সেরা বলার হিসেবে পুরস্কার লাভ করেন রাহুল সেজান, সেরা ব্যাটস ম্যান ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন ফুয়াদ। সকলের সহযোগীতায় কে পি এলের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানালেন এর অন্যতম আয়োজক মোস্তাক আহমেদ ও ইমরান চৌধুরী।
এদিকে অত্যন্ত সফল ও স্বার্থক ভাবে টুর্নামেন্ট সফল করায় উদ্যোগক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিলেত প্রবাসী ‘কমলগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য’,’বিলেতে কমলগঞ্জের শতজন’সহ কমলগঞ্জ সংক্রান্ত একাধিক গ্রন্থের লেখক কবি ও গবেষক অধ্যাপক সৈয়দ মাসুম, শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের আহবায়ক ময়নুল ইসলাম খান, লিটলম্যাগ স্বচিন্তার ডাইরেক্টর গবেষক লেখক এ কে এম জিল্লুল হক, কবি ও ছড়াকার লিয়াকত খান, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি অধ্যাপক শেখ এম শামীম শাহেদ সহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।