মিল্টন কিনসে কাউন্সিলর আয়েশা খানমকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৪, ৪:৩৯:৪০ অপরাহ্ন
লন্ডন অফিস: মিল্টন কিনস সিটির ব্লেচলী এন্ড ফেনীস্টার্টফুট থেকে বাংলাদেশি বংশোদ্ভূত সিলেট জেলার বিশ্বনাথের মেয়ে আয়েশা খানম কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংবর্ধনা সভা ও লেবার পার্টির বিজয় উদযাপন অনুষ্ঠান রবিবার ২১ জুলাই মিল্টন কিনসের লায়লা জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, ব্লেচলী এন্ড বাকিংহাম থেকে নির্বাচিত এমপি কালম আন্ডারসন, মিল্টন কিনস সেন্ট্রাল থেকে নির্বাচিত এমপি এমেলী ডার্লিংটন, মিল্টন কিনস নর্থ থেকে নির্বাচিত এমপি ক্রিস র্কাটি, মিল্টন কিনসের প্রথম বাংলাদেশী মেয়র কাউন্সিলর দেলোয়ার খান, মিল্টন কিনসের সাবেক মেয়র নিক লিগ, মিল্টন কিনস বাংলাদেশী এসোসিয়েশনের সাবেক চেয়ার আব্দুল হাই ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন।
কমিউনিটি ব্যক্তিত্ব জালাল উদ্দিন রুমি, হাজী সাজ্জাদ আলী, আব্দুর রউফ, মকবুল আলী, আনোয়ার হোসেইন, সুফি মিয়া, হাজী হাম্মাদ আলী, হাজী ইছাক আলী, হাজী ইস্কান্দর আলী, মাস্টার শামসুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, আব্দুল ওদুদ সাহেল, আলী হোসাইন, দিলাল হোসাইন সহ লেবার পার্টির অসংখ্য কাউন্সিলর কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ প্রথমবারের মতো ব্লেচলী এন্ড ফেনীস্টার্টফুট এলাকা থেকে নবনির্বাচিত কাউন্সিলর আয়েশা খানম নির্বাচিত হওয়াতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পরিশেষে উপস্থিত সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

