প্রবাসীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৪, ৮:২৮:৪১ অপরাহ্ন
আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপপ্রচার না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
বুধবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মালয়েশিয়া আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা এ আহ্বান জানান।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা এখনো পুরোপুরি কাটেনি। তাই প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপপ্রচার করে দেশটির আইনি জটিলতায় না জড়ানোর আহ্বান জানায় দলটি।
এসময় নেতারা বলেন, বিদেশের মাটিতে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার স্বার্থে যে যেখানে অবস্থান করছেন, সে দেশের আইন ও নিয়ম মেনে চলাই ভালো। ইতোমধ্যে দুবাইতে বিক্ষোভ করার দায়ে ৫৭ জন বাংলাদেশির সাজা হয়েছে।
আরো পড়ুন ⤵️
মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে কনস্যুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত হাইকমিশনের
নেতারা বলেন, বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ মালয়েশিয়ার নাগরিকরা ভিনদেশিদের এসব বিক্ষোভ—আন্দোলন ভালো চোখে দেখেন না। তাছাড়া দেশটিতে বিদেশি নাগরিকদের আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতোশ্রী কামরুজ্জামান কামাল, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সাবেক যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন চৌধুরী, সহ—সভাপতি কাইয়ুম সরকার, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান সরকার, এ আর মো. মামুন, এম এম রোসি, আউয়াল রুম্মান, তারেক চৌধুরী, আনিছুর রহমান রিপন, মওদুদ মোল্লা, এইচ এম জুয়েল প্রমুখ।