বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক হয়েছে, সংঘর্ষে নিহত ১২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৪, ৮:২২:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ওয়েবসাইট হ্যাকড বাই R3SISTANC3। তার নিচে লেখা, অপারেশন হান্টডাউন। স্টপ কিলিং স্টুডেন্টস। সেখানে লেখা হয়েছে, এটা আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ। ছাত্রলীগের ওয়েবসাইটেও এই একই বার্তা দিয়ে হ্যাক করা হয়েছে।
দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে,- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের-যুবলীগের সংঘর্ষে ১০ শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার উত্তরা-আজমপুর এলাকাতেই ঝরেছে ৬ প্রাণ। এ ছাড়া রাজধানীর ধানমন্ডি, বাড্ডা, সাভার ও মাদারীপুরে একজন করে এবং নরসিংদীতে ২ জন মিলিয়ে মোট ১২ জন মারা গেছেন।