চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৪, ৬:০৮:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। চমেকে দায়িত্বরত পুলিশের এসআই নূরুল আলম দুই জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। তবে তারা কোথায়, কীভাবে মারা গেছেন, তা জানা যায়নি।
মৃত্যু নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ রযেছেন ৭ জন। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে আছেন প্রায় ২০ জন।