লন্ডনে সিলেট সিটি ক্লাব ইউকের সংবর্ধনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৪, ১০:৫০:১০ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সিটি কর্পোরেশনের প্রবাসীদের সংগঠন সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে বৃটিশ বাংলাদেশী চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রি (বিবিসিসিআই) এর নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ রফিক হায়দার এবং মেম্বারশিপ ডাইরেক্টর আব্দুল মুমিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
৮ জুলাই সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সিলেট সিটির ক্লাব ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ জুনেদ উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিটি ক্লাবের উপদেষ্টা সামসুজ্জামান সাবুল আরেও বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক নজৰুল ইসলাম বাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাবেক সভাপতি জাকির হোসেন, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, মশিউর রহমান সোহেল, আশরাফ গাজী,জহির উদ্দিন লাকী, আতিকুর রহমান পাপ্পু, ইয়ামিনুর রহমান রুবেল, সৈয়দ সুহেল আহমদ, এলাহী ব্ক্স এনাম, আব্দুল্লাহ রহিম বাপন, আমির খছরু ও জিয়াউল ইসলাম জিয়া।
সিলেট সিটি ক্লাব ইউকের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সহ সাধারন সম্পাদক যথাক্রমে, তপু শেখ, সুজাত আহমেদ, মিজানুর রহমান মিজান ও মেম্বারশিপ সেক্রেটারি মহান চৌধুরী।
আরো পড়ুন ⤵️
ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরা স্পেন এক যুগ পর
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সানুর আহমদ, আহমদ সাদিক, ইস্তাব উদ্দিন, শামীম আহমদ, জালাল মিন্ট, পারভেজ আহমদ, সইল মিয়া চার্লি সহ বৃটেনের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ।
সভায় অতিথি ও বক্তারা, সংবর্ধিত অতিথিদের প্রশংসা করেন।
পরিশেষে সংবর্ধিত অতিথিদের বক্তব্য এবং সভার সভাপতির সমাপনী বক্তব্যের পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।