ঢাবিতে ফের সংঘর্ষ, আহত দেড় শতাধিক শিক্ষার্থী, ককটেল গুলি, ছাত্রলীগের আহত যারা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৪, ৭:২০:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ফের সংঘর্ষ হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে হামলা করে আন্দোলন দমানো যাবে না, এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান এই সমন্বয়ক। সোমবার (১৫ জুলাই) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ এই কথা বলেন। নাহিদ ইসলাম জানান, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত দেড় শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ হামলা শুরু করে। তারা লাঠি-রড দিয়ে মেয়েদের মারধর করেছে।
কার্জন হল এলাকার সংঘর্ষে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে বিকেল ৩টার দিকে প্রথম দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সেসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন।
ছাত্রলীগের আহত যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের সামনে ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়। এ ঘটনায় ছাত্রলীগের সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন, ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান নিবিড়, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাফাত আল ইসলাম, বিজয় একাত্তর হলের মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পি আর হাসান সাকিব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক ও বিজয় একাত্তর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন দীপু, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমুম রেজা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।