সিলেট: ম্যানচেস্টারগামী যাত্রীর ল্যাগেজভরা মমো জর্দা ও বেনসন জব্দ ওসমানীতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ৪:৩১:০৭ অপরাহ্ন
সিলেট অফিস: বাংলাদেশ বিমানের ম্যানচেস্টারগামী মো: লিয়াকত আলী (৬২) নামের যাত্রীর লাগেজ তল্লাশী করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেনসন সিগারেট ও মমো জর্দা জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেট ও মমো জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
শনিবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্রাইটের যাত্রীর কাছ থেকে এসব সিগারেট ও মমো জর্দা জব্দ করা হয়।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্রাইটের যাত্রী ছিলেন সুনামগঞ্জের মো: লিয়াকত আলী (৬২)। তিনি বিমানবন্দরে প্রবেশের পর তাঁর গতিবিধি সন্দেহজনক হলে ৭ এপিবিএন ইন্টেলিজেন্স টিম তাকে অনুসরণ করে। পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ডিপার্চার স্ক্যানিং মেশিনে তার ল্যাগেজ স্ক্যানিং করে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় এসব সিগারেট ও জর্দা জব্দ করে পুলিশ।
৭এপিবিএনের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ পাবেল জানান, সিগারেট ও জর্দা জব্দ করা হয়েছে। পণ্যগুলো অবৈধ না হওয়াতে যাত্রীর বিরুদ্ধে আর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।