গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৪, ৩:৫৫:২৩ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের গত শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির হলমিছ পার্কে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বাংলাদেশের জাতীয় সংগীত এবং বিশ্ব শান্তি কামনায় শ্বেত পায়রা উড়ানোর মধ্য দিয়ে বনভোজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বনভোজনের মধ্যাহ্ন ভোজে বিশেষ আকর্ষণ ছিলো চট্ট্রগামের ঐতিহ্যবাহী মেজবানী রীতিতে আপ্যায়ন প্রবাসে ছিলো যেন দেশের স্বাদ।
এছাড়া ছিলো দেশী বিদেশী খেলাধুলার পাশাপাশি ছিলো বিভিন্ন ধরনের পোষাকের ষ্টল যেটা আগতো অতিথিদের মন কেড়েছে, এছাড়া সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্হানীয় শিল্পীবৃন্দ। আগতো অতিথিরা আনন্দঘন পরিবেশে উপভোগ করেন বনভোজনের প্রতিটি পর্ব। এছাড়া সব শেষে র্র্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের পুরস্কার। প্রতিবারের মতো এবারও বেংগল অটো সেলস্ এর সৌজন্যে প্রথম পুরস্কার ছিলো একটি গাড়ি।
উক্ত সংগঠনের সভাপতি গিয়াস তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজের পরিচালনায়, সঞ্চালনায় ছিলেন মিল্টন বড়ুয়া এবং শাওন বড়ুয়া। সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেস্টা পরিষদের ধর্মানন্দ মহাপ্রভু মহাথেরো, ইউসুফ সালাউদ্দিন আহম্মেদ, মোহাম্মদ কামরুল হাসান, গাজী সিরাজুল ইসলাম, প্রজিত বড়ুয়া, প্রণব কুমার দাশ, সাইফুদ্দিন কাতেবী, রনজয় বড়ুয়া ও মৃদুল ঘোষ।
কার্যকরি পরিষদের অপরেশ বডুয়া, উত্তম বড়ুয়া, মো: হাসান মুরাদ চৌধুরী, তাপস বড়ুয়া, মোহাম্মদ হোসেইন চৌধুরী, কপোতাক্ষ বড়ুয়া (মান্না) অশিষ ধর, লিয়াকত আলী সুমন, কানন বডুয়া, মোহাম্মদ আমজাদ, অপু বড়ুয়া, মো: খোরশেদ আলম, আতিক রহমান, শিম্পু বড়ুয়া সহ অনেকে।
উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন অংগ সংগঠনের নেতারা, কাউন্সিলর, অফিসিয়াল ডেলিগেট, নির্বাচনের প্রার্থী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং পুরুষ এছাড়া বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্তিত ছিলেন। গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে বনভোজনে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান বনভোজন আয়োজন কমিটি।