মৌলভীবাজারে পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় শ্রীমদ্ভাগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস পরিদর্শন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ৯:২২:৩০ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল সহ বেশ কয়েকজন সমাজসেবক শ্রীমদ্ভাগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস পরিদর্শন করেছেন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় গীতা ক্লাস পরিদর্শন পরবর্তী ভগবতীয় আলোচনা সভায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক দেবাশিষ রায়, শ্যামল প্রভু, নিত্যানন্দ দেব প্রভু, রবিলাল বর্ধন, বিমল দেবনাথ, বিশ্বজিত দেব, নারায়ণ প্রভু, তপন দেব, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।
পরিদর্শনকালে ভাগবতীয় গীতা ক্লাসের ছোট বাচ্চারা গীতার বিভিন্ন স্লোক অনুবাদ সহ অথিতিদের শুনান। পরে অতিথিরা জপমালা স্তম্ভ প্রদক্ষিণ করে ভজন কির্তনে অংশগ্রহণ করেন। বেলা ২টায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এসময় মদন মোহন আখড়ায় শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।