সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের দক্ষিণ সুরমায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ৯:১৭:২৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাসেম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা ইসলাম আলী, সাহেদ আহমদ, সামছুল ইসলাম, মুমিন ছোবান, গিয়াস উদ্দিন, হাসী রাণী মালাকার, বকুল বেগম, সিলেট নগর বার্তা ২৪ সম্পাদক সোহেল আহমদ, সার্চলাইট সম্পাদক আব্দুল কাদির রাজু।