রাজনগরের পন্ডিতনগর সড়কে কাবিটার ইট সলিং কাজের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ৯:১৫:৫৯ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন এর পন্ডিতনগর কবির মিয়া লন্ডনী এর বাড়ির সামনা হতে আরজান মিয়ার বাড়ির সামনা লাড্ডুর উঠনি পর্যন্ত সড়কে কাবিটা ইট সলিংয়েরর কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী এলাকাভিত্তিক সংসদ সদস্যের অনুকুলে ৪র্থ পর্যায়ের উন্নয়ন খাতে গ্রামীণ অবকাঠামো নির্মাণ/সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের আওতায় বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শুভ সুচনা করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম।
এসময় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাহেদ আলী, লতিফ মিয়া, খালিছ মিয়া, সুনা মিয়া, এনাম আলী, মজাই মিয়া, শফিক মিয়া, জিতু মিয়া, ধেনু মিয়া, ফারুক মিয়া, জাপান মিয়া, ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান মায়ের চিকিৎসাজনিত কারণে ঢাকায় অবস্থান করায় এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।
কাজটি বাস্তবায়নের জন্য বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা কবির মিয়া ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।