কবি আল মাহমুদের জন্মদিন পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ৪:৩৯:২৭ অপরাহ্ন
অনুপম সাহিত্য ডেস্ক: কবি আল মাহমুদ তিতাস পারের কবি। গতকাল (১১ জুলাই) ছিল আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম এই প্রধান কবির জন্মদিন। আর ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সেদিন ছিল শুক্রবার। এমন ‘শুভ’ শুক্রবারের রজনী শেষেই ধরাধাম থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন! প্রকৃতি সম্ভবত তার ডাক শুনেছে। প্রকৃতি সম্ভবত কবিদের কথা শুনতে পায়। কি নিঠুর সেই সাধ পোরা সম্ভাষণ, আমরা একটু মিলিয়ে দেখি–
‘কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।’
দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন গতকাল এ কবির জন্মদিন পালন করেছে।
রাষ্ট্রচিন্তাবিদ ও সাহিত্য সমালোচক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, কবি আল মাহমুদ বাংলা ভাষা ও সংস্কৃতির অনিবার্য নাম। তাঁকে অস্বীকার করার উপায় নেই। আধুনিক বাংলা ভাষা ও সংস্কৃতি আবার আল মাহমুদের দিকে প্রত্যাবর্তন করবে। আল মাহমুদ-এর কবিতায় বাংলাদেশকে খোঁজে পাওয়া যায়। সময়ের সাথে চলতে গিয়ে কবির দক্ষতা কবিতায় ফুটে উঠেছে, এটাই কবির অনন্যতা।
তিনি ১১ জুলাই বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে বরেণ্য কবি আল মাহমুদ-এর ৮৮ তম জন্মদিন উপলক্ষে সাহিত্যের কাগজ ‘জলছবি’ ও সাহিত্য সংগঠন ‘কালের কলস’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নাসির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ আজম, কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহিন রেজা, কবি মারুফ রায়হান,কবি সালেম সুলেরী, সাংবাদিক ও প্রাবন্ধিক কাজল রশীদ শাহিন, কবি জাকির আবু জাফর, আল মাহমুদ গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি ক্যামিলিয়া আহমেদ, কবি মাহবুবুল মাওলা রিপন প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, মাহবুব মুকুল, শামীমা চৌধুরী, হাসান মাহমুদ, রুম্মান মাহমুদ, আঁখি নূর, মধুবন চক্রবর্তী, আলমগীর ইসলাম শান্ত ।
অনুষ্ঠানে কবি আল মাহমুদ-এর কবিতা থেকে গান পরিবেশন করেন লেখক সাংবাদিক শিল্পী আমিরুল মোমেনীন মানিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জলছবি’র সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। উপস্থাপনায় ছিলেন কবি আবিদ আজম।