মিউ ছোটদের বায়োস্কোপ: আরেকটি সংকলিত গানের অ্যালবাম প্রকাশিত (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ১২:১২:০৩ অপরাহ্ন
সিলেট অফিস: মিউ ছোটোদের বায়োস্কোপে আজ ১২ জুলাই শুক্রবার সকাল দশটায় প্রকাশিত হল আরেকটি সংকলিত গানের অ্যালবাম। এতে যুক্ত করা হয়েছে পাঁচটি গান।
প্রতিটি গানের কথা ও সুর করেছেন সুফি সুফিয়ান। মিউজিক করেছেন কৌশল দাস বিজন ও সুদীপ চক্রবর্তী। শিশুদের আনন্দ ও প্রেরণার সঙ্গে শিক্ষণীয় উপাদান আছে গানগুলোতে। দিন, মাস, বছর, দিক এমনকী ইচিংবিচিং খেলার ছলেই শিশুরা তাদের জগৎকে আবিস্কার করতে পারবে।
অ্যালবামের প্রথম গান ফুল হয়ে ফুটি। গেয়েছিন দেবজানি কথা। সত্যসুন্দর পথে নিজেকে নির্মাণ করার আহ্বান করা হয় এ গানে। শিশুরা তাদের কোমল অনুভবে যেন ফুল কিংবা চাঁদের পাশাপাশি নিজেকে আবিস্কার করতে পারে। গানের কথাগুলো এরকম–
বুকের ভেতর ইচ্ছেগুলো
করছে লুটোপুটি
ফুলের পাশে আমি যেন
ফুল হয়ে ফুটি।
প্রজাপতির গান গেয়েছেন পল্লবী মৌ। শিশুরা যাতে আনন্দ ও খেলোধুলার সঙ্গে পড়াশোনা করতে পারে এই কথাই বলা হয় এ গানে।
সকাল হলে পাঠশালা যাই
সন্ধ্যে হলে পড়ি আনন্দকে
উড়িয়ে দিয়ে জীবন কেমনে গড়ি
ফুলের ইশকুল পাখির পড়া
বাতাসেরই তাল সবুজ মেখে
গুনগুনানি দারুণ চিরকাল
সাত দিনে সপ্তাহ গানটি গেয়েছেন অংকিতা। বাংলা সাতদিনের নাম এবং বারো মাসের নাম শিখতে সাহয্য করবে এ গানটি। দিন মাস বছর নিয়ে ছোটো ছোটো প্রশ্নের উত্তরও মিলবে । একবার শুনেই আত্মস্থ করতে পারবে বাংলা সনতারিখ।
সাত দিনে সপ্তাহ
মাস ত্রিশ দিনে
বারো মাসে বছর হয়
নিতে হবে চিনে
দশদিকের নাম গানটি গেয়েছেন আদৃতা। এ গানটি বাচ্চাদের দশটি দিকের নাম শিখাতে সাহায্য করবে। প্রথাগত চারটি দিকের বাহিরেও যে আরও ছয়টি দিক আছে এবং তা জানাও জরুরি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকেই জানে না।
আরও ছয়টি দিক আছে
জানিও নিশ্চয়
ঈশান অগ্নি নৈঋত বায়ু
ঊর্ধ্ব অধঃ কয়
শোনো খোকাখুকি গানটি গেয়েছেন পল্লবী মৌ। না-বুঝে মুখস্ত করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে এই গানে। শিশুদের পড়ানোর আগে বুঝেশুনে শেখার কথা বলুন। পরীক্ষা পাসের জন্য মুখস্ত পড়া ব্যক্তিজীবনে কোনও কাজে লাগে না। নিজের বিবেকবুদ্ধি দিয়ে কিছু শিখলে সারাজীবন মনে থকবে। মাথার ভেতর তথ্যের ফটোকপি নয়– দরকার প্রকৃত শিক্ষার। এ কথাই বলতে চায় এ গানটি।
আগে জানো জেনে নাও
ভালো করে বুঝতে চাও
মাথার ভেতর বইয়ের পাতার
ফটোকপি লইয়ো না
শোনো খোকাখুকি তোতাপাখি হইয়ো না
মিউয়ের গান শুধু বিনোদন নয় মূলত শিশুমনে স্বপ্ন উসকে দিতে চাওয়া। তাই মিউয়ের বহুল প্রচার কামনা করা হয়েছে।