যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পিকনিক সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ১২:০৯:০৭ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটের প্রবাসীদের নিয়ে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ পিকনিক সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৯ জুলাই গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, যুক্তরাজ্য শাখার পূর্ব নির্ধারিত ক্লাকটন অন সী বীচে দুপুর ১টায় শুরু হয় পিকনিক কার্যক্রম । যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গোয়াইনঘাট উপজেলার বাসিন্দাদের জড়ো হওয়ার দৃশ্য দেখে অনেকেই বলেন এ যেন বৃটেনের বুকে এক খন্ড গোয়াইনঘাট।
লন্ডন শহরের আলতাব আলী পার্ক থেকে যাত্রা পথে যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর কুরআন তেলাওতের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়। হামদ, নাত, কুরআন তেলাওত , দেশের গান ,হাড়িভাঙ্গা ফুটবল কাবাডি রেফেল ড্রয়ের মাধ্যমে ভ্রমণ আনন্দময় হয়ে উঠে । গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান নির্বাচন কমিশন সদস্য আব্দুল মুবিনের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে পিকনিককে সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন সিটি থেকে আগত সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
যুক্তরাজ্য শাখার উপদেষ্টা নূরুল আলম বাবুলের নেতৃত্বে রেফেল ড্র শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্য শাখার উপদেষ্টাবৃন্দের মধ্য বক্তব্য রাখেন থেকে সালেহ আহমদ, গোলাম কুদ্দুস কামরুল, আরিফ উদ্দিন,এখলাছ উদ্দিন, নূরুল আলম , যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ইকবাল আহমদ, যুগ্ম সম্পাদক সুজন মিয়া, দেলোয়ার প্রমুখ ।
বক্তারা এসময় গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের মান উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বিশ্বের ৩২টি দেশে শাখা রয়েছে। প্রবাসীদের লাশ দেশে পাঠানো সহ আর্ত সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিশ্বের ৩২ টি দেশে শাখা নিয়ে গঠিত গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।