মৌলভীবাজারে পুলিশ সদস্যের ৪টি গরু চুরি করে নিয়েছে চোরেরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৪, ১১:৩৯:০৮ অপরাহ্ন
প্রতিকি ছবি
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের পুলিশ সদস্য অনিক করের বাড়িতে ৪টি গরু চুরি হয়েছে। এরমধ্যে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় চুরচক্র।
বুধবার (১০ জুলাই ) রাতে পুলিশ সদস্যের বাবা মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ শ্যামেরকোনা গ্রামের বাসিন্দা অরুন কর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন গরুঘরের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন ৪টি গরু চুরি হয়ে গেছে। এরমধ্যে ৩টি মাকরা রংয়ের গাভী গরু এবং একটি সাদাকালো রংয়ের ডেকা গরু।
স্থানীয় একজন বাসিন্দা জানান, বেশিরভাগ সময়ই ঘরের তালা ভেঙ্গে গরু চুরি হয়ে থাকে। আমরা চুরির খবর শোনে সবাই খুজতে থাকলে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পাই। বাকি ৩টি গরু চুরেরা নিয়ে যায়।
মৌলভীবাজার থানার তদন্ত অফিসার এস আই নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত চোরদের ধরার চেষ্টা করবো।