স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩০ বছর পূর্তি ১৬ জুলাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৪, ২:৩২:১১ অপরাহ্ন
মোহাম্মদ অহিদ উদ্দিন: যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির প্রাচীনতম রেডিও অনুষ্ঠান সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান ও গুনীজনদের সম্মাননা এওয়ার্ড প্রদান অনুষ্ঠান আগামী ১৬ জুলাই মংগলবার ৬টা ৩০ মিনিটের সময় চাডওয়েল হিথের মে ফেয়ার ভেনুতে অনুষ্ঠিত হবে।
সানরাইজ রেডিওর বাংলা অনুষ্ঠান ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করেন বিশিষ্ট মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল।
একনাগাড়ে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করে বাঙালি কমিউনিটিতে প্রচুর জনপ্রিয় অর্জন করেন পরিচালক মিছবাহ জামাল।
তার পরবর্তীতে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন।
লন্ডনে ও লন্ডনের বাইরের শহরে বার্মিংহাম, মানচেষ্টার ও কার্ডিফ সহ বৃটেনের বিভিন্ন শহরে বাংলাদেশ থেকে প্রখ্যাত শিল্পীদের নিয়ে ষ্টেইজ সহ ও কমিউনিটির বিভিন্ন ইস্যু ভিত্তিক অনুষ্ঠান করে দর্শক শ্রোতাদের মন জয় করেন।
এই রেডিওর অনুষ্ঠানে বিগত ৩০ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীদ্বয় সহ বৃটেনের রাজনৈতিক নেতা নেএী সহ সাংস্কৃতিক বাক্তিত্বরা অংশগ্রহণ করেছেন।
তাই ১৬ জুলাই কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হবে এই রেডিও অনুষ্ঠানের পক্ষ থেকে।
অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন বারা কাউন্সিলের মেয়র, স্পিকার, কাউন্সিলার, সাংবাদিক সাংস্কৃতিক অংগনের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানের ২য় পর্বে বাংলাদেশের সংগীত জগতের তারকা শিল্পী যিনি মঞ্চ, টিভি ও প্লেবাক শিল্পী আতিক হাসান ও অনান্য বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সবাইকে যোগদানের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।