শরিয়াহ কাউন্সিল মিডল্যান্ডের নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৪, ৪:২২:১৯ অপরাহ্ন
চেয়ারম্যান: হাকিম মাওলানা আব্দুল গাফফার, সচিব: ইমাম মাওলানা নুরুর রহমান।
লন্ডন অফিস: যুক্তরাজ্যের ইসলামিক নিকাহ বিবাহ শরিয়াহ কাউন্সিল মিডল্যান্ড নির্বাচন ৭ জুলাই রবিবার নটিংহ্যামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
২০২৪-২৫ সেশনে কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্টার্ন হারবালিস্টের পরিচালক হাকিম মাওলানা আব্দুল গাফফার ও সচিব নির্বাচিত হয়েছেন আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক, নিকাহনামা সার্টিফিকেট ইউকের নির্বাহী চেয়ারম্যান ও লুটনের মাসজিদুল উম্মাহর খতিব ইমাম মাওলানা নুরুর রহমান।
নির্বাচনকালীন সময় ছিলেন মাওলানা আসাদ আহমদ , মাওলানা হেলাল আহমদ মাওলানা আবুতাহের মাওলানা সাইফুল ইসলাম, তানজিল আহমেদ, আবিদ হোসেন ও তাহমিদ আহমদ।
নব নির্বাচিত সচিব ইমাম মাওলানা নুরুর রহমান জানান, ইসলামী শরীয়া অনুযায়ী কাউন্সিলের পক্ষ থেকে মসজিদ, হোটেল, রেস্তোরাঁ, বিবাহ অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সেবা দিয়ে থাকেন।
কাউন্সিলের পক্ষ থেকে যেসব সেবা প্রদান করা হয় তা হল- নিকাহের আগে পরামর্শ, নিকাহের দিন আরবীতে খুতবা, ইংরেজি ও বাংলায় সংক্ষিপ্ত আলোচনা, নিকাহ সনদ, ডিভোর্স/খুলার পরামর্শ।