বড়লেখায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৪, ১২:১২:৩৪ অপরাহ্ন
মোট পরীক্ষার্থী ১৯৮৬ জন অনুপস্থিত ১৬
আশফাক আহমেদ বড়লেখা প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু হয়েছে। বন্যা কবলিত এলাকায় এ পরীক্ষা শুরু হলেও অনেক কষ্টে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ইতোমধ্যে ছাত্র ছাত্রীরা বাড়ি ঘরে ফিরতে দেখা গেছে।
উপজেলার ৭ টি প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী মোট ১৯৮৬ জন। এরমধ্যে ১৬জন অনুপস্থিত রয়েছেন।
বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র ৬টি প্রতিষ্ঠানের আলিম পরীক্ষার্থী মোট ২০৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ২জন ।
পরীক্ষা চলাকালীন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দীন হল পরিদর্শনকালে জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯১০ জন। এর মধ্যে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ৭০৯ জন। দাসেরবাজার আদর্শ কলেজের ২১৪ জন পরীক্ষার্থী। শাহবাজপুর স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী ১১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রথমদিনে আজ অনুষ্ঠিত আইসিটি পরীক্ষায় ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৯০৬ জন। অনুপস্থিত রয়েছেন ৪ জন পরীক্ষার্থী।
আরো পড়ুন
রাজনগর: চা শ্রমিকদের সাথে রিইব’র মতবিনিময় সভা
এ তথ্য নিশ্চিত করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মো. নিয়াজ উদ্দীন।
পরিদর্শনকালে এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, সিনিয়র সাংবাদিক এম.এ রব, তপন কুমার দাস, অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক প্রমুখ।
এদিকে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সকাল থেকে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগ করলেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই সংশ্লিষ্ট পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হয়নি।