রাজনগর: চা শ্রমিকদের সাথে রিইব’র মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ৪:৪৮:০৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রিসার্চ ইনেসিয়েটিভ বাংলাদেশ (রিইব) চা বাগানের তথ্য ও অধিকার আইন বাস্তবায়নে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেলে সচেতনমূলক তথ্য অধিকার নিয়ে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে রিইব মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিইবের সহকারী পরিচালক ব্যারিস্টার রুহিনাজ।
রিইব মৌলভীবাজার জেলা সমন্বয়ক জহর লাল দত্তের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রিইব এর প্রোগ্রাম অফিসার শাহিনুল ইসলাম আবিদ, সাংবাদিক রিপন কান্তি ধর রূপক।
মতবিনিময় আলোচনায় প্রদীপ সুত্রধর, শফিকুর রহমান, ফাহিমা খাতুন, নওশাদ আহমেদ, মতিউর রহমান, জান্নাতুল আক্তার, রুমি উড়াং, গীতা উড়াং প্রমুখ অংশগ্রহণ করেন।
এছাড়াও দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে অনেক আরটিআই সদস্য সভায় যোগ দেন। মাথিউড়া চা বাগানের লোকজনের সাথে দিনাজপুর ও নীলফামারী জেলার লোকজনের কাজকর্মের ধরনের বিষয় নিয়ে জানা বুঝার জায়গাটি একে অপরের সাথে সমন্বয় করেন।