কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ৩:২৪:৪৪ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিউনিটির বিভিন্ন উন্নয়নে ও মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে দীর্ঘদিন ধরে। এসোসিয়েশনের উদ্যোগে ৮ জুলাই বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী ।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিল লিডার কাউন্সিলার হিউ টমাস, ও বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলার নিল ম্যাকিভয়, কাউন্সিলার দিলওয়ার আলী ও কমিউনিটির বিশিষ্টজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্ৰেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান প্রবীণ মুরব্বি কাপ্তান মিয়া, আনজুমানে আল্-ইসলাহ্ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ, রিভারসাইড জালালিয়া মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সিরাজ আলী, কার্ডিফ শাহ্জালাল মসজিদের সাবেক চেয়ারম্যান শাহ্ আলী আকবর, কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ইমাম ক্বারী শাহ্ মোহাম্মদ তসলিম, কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলের সাবেক সেক্রেটারি গোলাম মর্তুজা, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমাস এর সেক্রেটারি ইমতিয়াজ জাকি, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, গ্ৰেটার সিলেট কমিউনিটি ইউ কে এর সাউথ ওয়েলস রিজিওন এর কনভেনার মুজিবুর রহমান মুজিব, কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুহিম মুমিন মিয়া, সেক্রেটারি দেওয়ান টুটুল চৌধুরী, ট্রেজারার খায়রুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট শাহ্ গোলাম কিবরিয়া, আসরাফ চৌধুরী, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, হাফিজ হাবিবুর রহমান, তৈমুছ আলী, সাচ্চু জামাদার, কামরুল ইসলাম বাবু, আব্দুল মমিন, মতিউর রহমান, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন,শফিক মিয়া, আলহাজ্ব আহাদ মিয়া, আলহাজ্ব ছালিক মিয়া,মোহাম্মদ বদরুল হক মনসুর, আজমল আলী, রমজান মিয়া, সুন্দর মিয়া,শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়ছল মনসুর, ময়না মিয়া, হাজী আব্দুল হামিদ, জিলু মিয়া, বিলাত মিয়া, ইকবাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমগ্র মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ৫ আগষ্ট সোমবার সামুদ্রভ্রমণের জন্য টেনবী বিচে কোচ বহরে বনভোজনে সবাইকে নাম তালিকাভুক্ত করার জন্য আহবান জানানো হয়েছে।