ঐতিহ্য আর ইতিহাসের অংশ হল জালালাবাদ এসোসিয়েশন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ১:১৭:৫৪ অপরাহ্ন
লন্ডন অফিস: ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। একই সাথে সংগঠনের গৌরবের ৭৫ বছর উদযাপন এবং স্মারক ম্যাগাজিন ‘সেতু’ প্রকাশনা অনুষ্ঠান পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভ্যানুতে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৩ জুলাই বুধবার সন্ধ্যায় কমিউনিটির তথা ইউরোপের বিভিন্ন দেশ থেকে জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তাদের সরব উপস্থিতি ছিল নজরকাড়া। বিশাল আয়োজনের এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, এমপি, মেয়র, কাউন্সিলার সহ নেতৃস্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর খাঁন সভাপতি, মোহাম্মদ আমিনুল হক জিল্লু সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী মজনুকে কোষাধ্যক্ষ করে ১০৭ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটি ও বিশিষ্টজনদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে কার্যকরী কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
শুরুতে নতুন সভাপতি শাহানুর খান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ঐতিহ্য আর ইতিহাসের অংশ হলো জালালাবাদ এসোসিয়েশন। এটি হচ্ছে বৃহত্তর সিলেটের প্রাণের সংগঠন।
সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লুর প্রাণবন্ত সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন সংগটনের সহসভাপতি আনোয়ার আলী।
বিভিন্ন পর্যায়ে কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইন্জিনিয়ার হাবিবুর রহমান, আলী আহমদ বেবুল, সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ নুর।
আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন স্ট্রিফেন টিম এমপি, হ্যারো কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাইকমিশনার হযরত আলী, কেমডেন কাউন্সিলের মেয়র সমতা খাতুন, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহিউদ্দিন সেলিম, চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী, উপদেষ্টা পরিষদের পক্ষে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহগীর বক্ত ফারুক, শামীম আহমেদ, বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন, আসুক আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক কাউন্সিলার মামুনুর রশীদ, গাজিউর রহমান গাজী, মতিউর রহমান, দিলওয়ার হুসেন, ময়নুল হক, শাহরিয়ার আহমেদ সুমন, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী প্রমুখ।
বক্তরা বলেন, জালালাবাদ এসোসিয়েশনের বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে সেতু রচনার পাশাপাশি এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। প্রাচীন এই সংগঠনের গৌরবের যাত্রা পথে সকলের সহযোগিতার জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
পরিশেষে অনুষ্ঠানে ‘সেতু’ স্মারকের মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করেন ম্যাগাজিন কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সুলতান বাবর, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, জাকির হোসেন, নিয়াজুল ইসলাম চৌধুরী ও নুরুজ্জামান প্রমুখ।