মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে লন্ডন প্রবাসীদের আর্থিক সহযোগিতা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৪, ৭:৩৮:২৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার্তদের মাঝে লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকালে লন্ডন প্রবাসীদের পক্ষে ৬০ জন বানভাসিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন মৌলভীবাজার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনসার আহমদ (লেচু মিয়া)।
মৌলভীবাজার শহরের পশ্চিম বড়হাট এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখিন হন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা করা হয়।
আরো পড়ুন ⤵️
ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে- মৌলভীবাজারে জিল্লুর রহমান এমপি
এ সময় মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস এম মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।