ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে- মৌলভীবাজারে জিল্লুর রহমান এমপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৪, ২:১০:৩৯ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধের সময় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলাম। এদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের।
রবিবার (৭ জুলাই) মৌলভীবাজারে নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ইসকনের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বেলা ২টায় সৈয়ারপুর ফরেস্ট অফিস রোডস্থ গৌর নিতাই সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন কতৃক আয়োজিত ৯দিন ব্যাপি রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রম্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, জেলা নামহট্টের সহ-সভাপতি বিন্দুমাধব কৃপাদাশ অধিকারী।
সেবক প্রভু দাসের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নামহট্টের সাধারণ সম্পাদক সেবক কৃষ্ণ দাশ। এসময় সুরজিৎ কিশোর দাস চৌধুরী, নেপাল চন্দ্র দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সৈয়ারপুর ইসকন মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে মৌলভীবাজার ইসকন মন্দির ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, জগন্নাথের ভোগরাগ, কীর্তন, সন্ধ্যা আরতি, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। আগামী (১৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
এদিকে, মৌলভীবাজারের পশ্চিমবাজারস্থ শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া থেকে উৎসব মুখর পরিবেশে পৃথক রথযাত্রা বের হয়। সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে নেচে গেয়ে কীর্তন করতে থাকেন রথে অংশ নেয়া জেলার নানা প্রান্ত থেকে আগত কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।
বিকেল ৪টায় শহরের পশ্চিমবাজারের শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া থেকে রথযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর উত্তর জগন্নাথপুর শ্রী শ্রী গোবিন্দ জিউ আখরায় মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয়।
শ্রী প্রাণ গোপাল রায় জানান, প্রতি বছরের ন্যায় এবারও বৃহৎ আকারে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম গুন্ডিচা মন্দির জগন্নাথপুরে রথযাত্রা নিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়াও পৃথকভাবে মৌলভীবাজার শহরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা সংঘ, জাতীয় ছাত্র মহা সংঘ সহ বিভিন্ন মন্দির ও আয়োজক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়।