বড়লেখায় বন্যার্তদের মাঝে ইয়ূথ এইড অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ১০:২৩:১০ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় নিজ-বাহাদুরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ এইড অর্গানাইজেশনের উদ্যোগে ও দেশ-বিদেশের দাতা সদস্য, সূধী-শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে পানিবন্দি মানুষের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৭ জুলাই) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিমের তত্ত্বাবধানে নিজ-বাহাদুরপুর ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা প্রভাষক এম এ সফিউল আলম লোকমান, সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, মাহমুদ হাসান ও কামরুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইয়ূথ এইড অর্গানাইজেশন প্রতিষ্ঠাকাল থেকেই সামাজিক-মানবিক কার্যক্রমে সচেষ্ট ভূমিকা পালন করছে তাছাড়া উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে সংগঠনের উদ্যোগে নেতৃবৃন্দরা করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার, সুরক্ষা সামাগ্রী, খাদ্য সামগ্রী পৌছে দেয় এবং ২০২২ সালের ভয়াবহ বন্যায় পানিবন্দিদের মাঝে সহায়তার পাশাপাশি আশ্রয়কেন্দ্র গুলোতেও প্রতিদিন রান্না করা খাবার, মৌসুমী ফল বিতরণ করে বিভিন্ন মহলের প্রশংসা ও ভালোবাসা অর্জন করে।