মহাসড়ক অবরোধ করে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ৯:১৪:৫২ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর: কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের কর্মসূচিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুর বারো’টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে তারা এ অবস্থান নেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলমান থাকবে।




