লেবার পার্টি প্রথম ১০০ দিন চাপে পড়বে: টম বেলজার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ১১:০৫:১৯ অপরাহ্ন
লন্ডন অফিস: ১৪ বছর পর ক্ষমতার স্বাদ পাওয়া আনন্দের নিঃসন্দেহে। বিশেষত যেসব এলাকা কনজারভেটিভের ঘাঁটি হিসাবে ছিল এতোদিন, সেসব এলাকা থেকে লেবার এমপি জিতে আসা দলটির মধ্যে বিশেষ আনন্দ এনে দিয়েছে। তবে প্রথম ১০০ দিন ক্ষমতাসীন দলটি চাপে থাকবে।
লেবারলিস্টের সম্পাদক টম বেলজার জানালেন, ৫ হাজার ১৭৩ দিন হয়ে গেছে যখন লেবার পার্টি সর্বশেষ ক্ষমতায় ছিল। এই দীর্ঘ সময়টাই বলে দেয়, এই বিজয় তাদের জন্য কতটা আনন্দের। তবে তাদেরকে উদযাপনের জন্য বেশি সময় ব্যয় না করে দ্রুত কাজে নেমে পড়তে হবে।
লেবার পার্টির নেতৃবৃন্দ স্পষ্টতই তাদের নির্বাচনি পরিকল্পনা তৈরিতে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে কী করতে হবে, সে বিষয়ে খুব বেশি কাজ যে হয়নি সেটা সবাই জানে। ১০০ দিনের মধ্যে তারা সিভিল সার্ভিসের ওপর নতুন আইন করবেন বলে জানিয়েছেন।
কথা রাখার জন্য তাদেরকে খুব দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে শুরু করে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনেও তাদের অনেক সময় চলে যাবে। এক্ষেত্রে তাদের সব ধরনের চাপ কাটিয়ে উঠে সাফল্য অর্জনে দ্বিগুণ পরিশ্রম করতে হবে।