মৌলভীবাজার: মদন মোহন আখড়ায় শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪, ১১:০৫:৫৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় ফরেস্টার চান লাল বৈদ্যের বাড়িতে শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় গীতা ক্লাস পরবর্তী আলোচনা করেন শ্যমল প্রভু, কেশব প্রভু, বিমল দেবনাথ, তপন দেব, অজিত দেব, নিতাই দাশ ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক প্রমুখ।
অনুষ্ঠানে গীতা থেকে শ্লোক পাঠ করেন প্রিয়ম বর্ধন, অয়ন বৈদ্য, নিলয় বৈদ্য, লিখন বৈদ্য, পুজা বৈদ্য, সৃষ্টি বৈদ্য, সিন্তিয়া বৈদ্য, ঐশি বৈদ্য প্রমুখ।
পরে উপস্থিত সকলে ১০৮ স্তম্ভ পরিক্রমা মন্দির প্রদক্ষিণ করে ভজন কীর্তনে অংশগ্রহণ করেন। প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


