মিউয়ের চতুর্থ গানের এলবাম প্রকাশিত (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪, ১০:৫৮:৩৪ অপরাহ্ন
সিলেট অফিস: মিউয়ের চতুর্থ গানের এলবাম আম্মুর কথা শুনি এবং রঙের গান আজ সকাল দশটায় প্রকাশিত হয়েছে। সববকটা গানের কথা ও সুর করেছেন সুফি সুফিয়ান।
পাঁচটি গান দিয়ে সাজানো এ এলবামের তিনটি গানই শিশুদের ছবি আঁকায় উদবুদ্ধ করার জন্য এবং বাকি দুইটির একটি বাবা-মায়ের আদেশ উপদেশ পালন নিয়ে। অন্যটি শিশুদের সৎ-চরিত্র ও ফুলের মতো গুণাবলী ধারণ করার উদ্দেশে।
আম্মুর কথা শুনি গানটি গেয়েছেন অংকিতা। মিউজিক করেছেন অনুরাগ দাস। গানটি এলবামের প্রথম গান। গানটিতে বাবামা দাদাদাদি এমনকি শিক্ষকদের প্রতি শ্রদ্ধার প্রদশনের কথা বলা হয় —
আব্বুর কথা শুনি আমি আম্মুর কথা শুনি
তাদের স্বপ্ন বুকে নিয়ে আমার স্বপ্ন বুনি
কিংবা
আমি ইশকুলে যাই শিখি শিখি বাসায় এসে
বইয়ের পাতায় জীবন শিখি মানুষ ভালোবেসে
স্যারের কথা শুনি মিসের কথা শুনি
তাদের স্বপ্ন বুকে নিয়ে আমার স্বপ্ন বুনি
বইয়ের পাতায় জীবন শিখা কিংবা মানুষকে ভালোবাসাই শিশুদের প্রকৃত শিক্ষার পথ দেখাবে।
দ্বিতীয় গান বেনিআসহকলা। গেয়েছেন আদৃতা। মিউজিক করেছেন কৌশল দাস বিজন। রংধনুর সাতটি রং নিয়ে গান। সোনামণিরা শুধু রঙের নামই শিখবে না। সঙ্গে শিখে নিতে পারবে মৌলিক রঙে নামও —
হলুদ আর লাল নীল হলো মৌলিক
সাত রং মিলে মিশে রামধনু ঠিক
পরের গান— তুমি আঁকতে পারো। গেয়েছে মিহি। মিউজিক সুদীপ চক্রবর্তী। রং করে শিশুরা তার নিজের দুনিয়া সাজাতে পারবে। সুন্দর দৃশ্যচিত্রের ভেতর সাজাতে পারবে তার কল্পনা। এই গান সেই ইংগিত বহন করে।
তুমি আঁকতে পারো ফুল পাখি, আঁকতে পারো গাছ
আঁকতে পারো জলের উপর একটা রঙ্গিন মাছ
আঁকতে পারো দূরের পাহার সূর্য দিলো উকি
পাল তোলা নাও বেয়ে চলে অনেক খোকাখুকি।
তারপরের গান— সোনামণি ছবি আঁকে। গেয়েছে গুনগুন। মিউজিক করেছে কৌশল দাস বিজন। ভুল করে সোনামণিটা কাকের রং করে ফেলে সাদা। বকের রং কালো। গানটা এমনভাবেই সাজানো ! রং তুলি দিয়ে ইচ্ছেমতোন স্বপ্ন সাজানো যায় এ কথাই বলতে চায় গানটা —
সোনামণি ছবি আঁকে
রং পেয়েছে কালো কাকে
বক পেয়েছে নীল
ছবির খাতায় রং করিতে
লাগাইছে গরমিল
সব শেষের গান— তুমি কি জানো খোকা। গেয়েছেন তটিনি। মিউজিক করেছে কৌশল দাশ বিজন। শিশুমনে প্রেরণা দেবার জন্য এ গান। শিশুরা ফুলের মতোন সুন্দর। এই কথা শুধু অনুভব নয়। নিজেই ফুল হয়ে নাচে গানটিতে।
তুমি কি জানো খোকা
তুমি কি জানো খোকি
ফুলের মতো জীবন তোমার
যেন সূর্যমুখী।
মিউয়ের প্রতিটি গানই বিনোদনের পাশাপাশি শিক্ষা দেয়। শিশুমনে স্বপ্ন উসকে দেয়। মিউ ছোটোদের বায়োস্কোপের প্রতিষ্ঠাতা সুফি সুফিয়ান বলেন— বাংলাদেশে শিশুদের মৌলিক গানের চ্যানেল নাই বললেই চলে। মিউ এই অভাব পূর্ণ করতে পারবে না তবে চেষ্টা করছে। নিচে এলবামটি—