এডভোকেট আবুল ফজলের সম্মানে সাউথ লন্ডনে বন্ধু সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৪, ৪:২১:১২ অপরাহ্ন
লন্ডন অফিস: সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ও নবিগঞ্জের আউশকান্দি ইউনিয়নে মিনাজ পুর মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসার মোতাওয়াল্লী এডভোকেট আবুল ফজল যুক্তরাজ্য সফর করছেন। তার এ সফর উপলক্ষ্যে গত ১ জুলাই সোমবার সাউথ লন্ডনের ঐতিহ্যবাহী বায়তুল আজিজ ইসলামীক কালচারাল কেন্দ্রের হলরুমে বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল কলেজের সহপাঠী বন্ধু অনেকেই দেশ থেকে যুক্তরাজ্য এসেছেন প্রায় ২৫-৩০ বছর আগে। ব্যস্ত প্রবাস জীবনে অনেকের সাথে দেখা হয় খুব কম। বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লন্ডনের বিভিন্ন জায়গায় থেকে আগত বন্ধুদের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে চলে আলাপচারিতা এ বন্ধু সমাবেশে। প্রাণবন্ত আড্ডায় অতীতের অনেক স্মৃতি রোমন্থন করেন সবাই।
মাগরিবের নামাজের পর সবাই একসাথে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বন্ধু তাজ রহমানের আতিথেয়তায় ফ্লোরে বসে উপভোগ করেন বিভিন্ন পদের সুস্বাদু খাবার। লন্ডনের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আসা সহপাঠী বন্ধুরা একসাথে নৈশভোজে মিলিত হন।
মধ্যরাত পর্যন্ত চলে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা। বিশেষ করে ছাত্র জীবনের সোনালী দিনের কথা।
অনুষ্ঠানে অনেকেই ব্যক্তিগত অসুবিধার জন্য অনুপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সাংবাদিক ও সমাজকর্মী মুহিব উদ্দিন চৌধুরী, বিবিসিসিআইর ডেপুটি ডিরেক্টর ও প্রবাসী পল্লীর পরিচালক এমদাদ আহমেদ, ওমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড কালচারাল এসোসিয়েশনের চেয়ারম্যান ও আল সাফা ট্রাভেল ক্যামডেনের পরিচালক কমিউনিটি ব্যক্তিত্ব শামীম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, কমিউনিটি এক্টিভিটি আজমল হোসাইন, সিলেট সিটি ক্লাব ইউকের সাবেক প্রেসিডেন্ট জাকির হোসেন, বর্তমান সভাপতি ফয়েজী সোম, বায়তুল আজিজ ইসলামীক কালচারাল কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী তাজ রহমান, সাংবাদিক ইমরান আহমদ, নবিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি আব্দুল হাই, ভাটেরা সমিতির ইউকের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সাব্বির আহমেদ, রিজভি রহমান বাপপী, হারুন আহমেদ, নেছার আলম, বিশিষ্ট ব্যবসায়ী দিদার আহমেদ, আব্দুর রহিম, রহমান বাপ্পি, আব্দুস শহীদ, আঞ্জুম আহমেদ, সেলিম হোসেন, সালিক আহমেদ খালিছ, শামছুল ইসলাম ও নেছার আহমেদ।
এডভোকেট আবুল ফজল বলেন, দীর্ঘদিন পরে প্রবাসী বন্ধুমহলে আড্ডায় এসে এবং অকৃত্রিম ভালবাসায় আমি সত্যিই আনন্দিত। স্কুল কলেজ ও রাজনৈতিক জীবনের সহপাঠী বন্ধুদের পেয়ে মনে পড়ছে ফেলে আসা সোনালী অতীতের অনেক স্মৃতির কথা। আমার প্রিয় বন্ধুদের নিয়ে খুব গর্ব করি। এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।