সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের ঈদ পুনর্মিলনী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৪, ১২:৩০:০৭ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: সিলেটের ওসমানি নগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের ঈদ পুনর্মিলনী সভা সোমবার পূর্ব লন্ডনের মক্কা গ্রীল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিব আলীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহ আলী রিপন।
সভায় বক্তব্য রাখেন, শাহ শওকত আলী, তোফায়েল আহমদ, শাহনুর আলী, ইসফা ঊদ্দিন কামরুল, ফয়ছল, ফজল উদ্দিন, ফারুক উদ্দিন, সৈয়দ সাব্বির, আতাউর রহমান, সালেহ আহমদ, আব্দুর রহমান, মাহতাব উদ্দিন, সেলিম আহমেদ, শাহ আলী আহমেদ আজম আলী, সাইদুল হক, সুমেল আহমেদ সহ আরও অনেকে।
সভায় বক্তারা কীভাবে সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে দেশে যেকোন দূর্যোগে, বিশেষ করে প্রতি বছর বন্যা কবলিত এলাকায়, সাদিপুর ইউনিয়নের সকল প্রবাসী ভাইবোন ঐক্যবদ্ধ হয়ে হতদরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য বক্তারা গুরুত্ব আরোপ করেন। উপস্থিত সকলে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।