শানে সাহাবা খতিব কাউন্সিল সিলেট জেলার ত্রাণ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৪, ১১:১৭:১৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ইমাম খতিব মুয়াজ্জিন ও খাদিম সাহেবদের অরাজনৈতিক সংগঠন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সিলেট জেলা শাখার তত্ত্বাবধানে সিলেট জেলার জৈন্তাপুর গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার হাফিজাহুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক হাফিহুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি হাঃ মাওঃ বদরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মুফতি জামীল মাসরুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহ শরীফ, সিনিয়র সহসেক্রেটারি হাফিজ মাওলানা জাকারিয়া, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা নাজিম উদ্দিন এবং শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে নেতৃবৃন্দ দোয়া করেন—আল্লাহ তায়ালা সকলের দান কবুল করুন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের দুঃখ কষ্ট দূর করুন।