সুনামগঞ্জ: ৫ উপজেলায় ফের বন্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৪, ৪:২৩:০০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ১০ দিনের মাথায় সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলে নদী উপচে পানি ডুকে পড়ছে লোকালয়ে। সুনামগঞ্জ সদর, দোয়রাবাজার ও ছাতকে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। বন্যার্ত মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টেও বিপৎসীমার ওপরে আছে। যাদুকাটায় বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ৩০০ মিলিমিটার।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, বন্যার্তদের জন্য ৬৯৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে বিশ্বম্ভরপুরে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। প্রতিটি উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত আছে বলে জানান তিনি।
এরইমধ্যে ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার গ্রামীণ সড়ক, ঘরবাড়ি ও ফসিল জমি। সেইসঙ্গে পানিবন্দি হয়ে পড়েছেন পাঁচ উপজেলার বাসিন্দারা।