বাহরাইনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ১:০৬:৫৪ অপরাহ্ন
সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, বাহরাইন: বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
৩০ জুন রবিবার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্কুল এণ্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়।
এবছর বিজ্ঞান বিভাগ থেকে ২০ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১৪ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৮ জন মেয়ে ১২ জন, বানিজ্যিক বিভাগে ছেলে ৫ জন মেয়ে ৯ জন পরীক্ষায় মোট অংশ গ্রহণ করে ৩৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স একে এম মহিউদ্দিন কায়েছ ও প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান।
কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অরুণ জি নায়ের, হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষিকা মন্দাকিনি মন্ডল, কেন্দ্র পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন স্কুলের এডমিন জাহাঙ্গীর আলম।
অধ্যক্ষ জানান, পরীক্ষার সকল নিয়ম মেনেই সন্তোষজনক পরিবেশে চলছে এ পরীক্ষা।
বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে সুুুনামের সহিত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলেন প্রশ্নপত্র মোটামুটি কমন আসছে, নির্দিষ্ট সময়ের মধ্যে লিখা শেষ করেছেন এবং আশাবাদী তারা ভালো রেজাল্ট হবে।
সন্তানরা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছে তাই স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকগণ ধন্যবাদ জানান।