বড়লেখায় বন্যার্তদের মাঝে নিসচা’র দ্বিতীয় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ১২:১২:৪৯ অপরাহ্ন
আশফাক আহমেদ বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অতীতের মতো এবারো বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান বন্যায় পানিবন্দি মানুষের মাঝে দ্বিতীয় ধাপে ধারাবাহিক মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা এডভোকেট (এপিপি) গোপাল চন্দ্র দত্ত।
নিসচা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে শনিবার (২৯ জুন) বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপাড়ের হাল্লা, আহমদপুর ও খুটাউড়া এলাকার পানিবন্দি মানুষের ঘরে-ঘরে নৌকাযোগে খাদ্য সামগ্রী পৌছে দেয় নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দরা।
আরো পড়ুন ⤵️
বড়লেখায় বন্যা আশ্রয়কেন্দ্রের প্রসূতি স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন ও সমাজকর্মী নাজিম উদ্দীন, জুনাইদ আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার ধারাবাহিক চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যা দুর্গত এলাকায় (২৬ জুন) বুধবার প্রথমধাপে ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিভিন্নভাবে মানবিক সহায়তা প্রদান করে জনস্বার্থে দেশ-জাতি ও মানবিক কল্যাণে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।