খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ১০:১৪:৩৭ অপরাহ্ন
কুরবানীর অন্তর্নিহিত শিক্ষা ব্যাক্তি ও সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে: অধ্যাপক মাও: আব্দুল কাদির সালেহ
লন্ডন অফিস: খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওঃ আব্দুল কাদির সালেহ বলেন, কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেকটা ইবাদতের মধ্যেই রয়েছে মহৎ শিক্ষা। তাই এটি যেমন ইবাদত ঠিক তেমনি মূমীন ব্যাক্তি ও সমাজে জীবনের জন্য রয়েছে বিরাট শিক্ষা। ২৪ জুন খেলাফত মজলিস যুক্তরাজ্য (সাউথ) শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী লন্ডন ফর্ড স্কোয়ার মসজিদ কমিউনিটি হলরুমে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সহ সেক্রেটারী মাওলানা আব্দুল করিম ও সহ সেক্রেটারী মাওলানা আতাউর রহমান জাকির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতেই কুরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা হাসান আহমাদ ও হাফিজ মাওলানা ছালেহ আহমাদ।
আরো পড়ুন ⤵️
ঋষি সুনাকের উত্তর ইয়র্কশায়ারের বাড়ি থেকে গ্রেপ্তার ৪
অধ্যাপক সালেহ বলেন, একটু চিন্তা করে দেখি,আমরা অধিকাংশ মানুষ কুরবানি করি। মোটাতাজা হৃষ্টপুষ্ট পশু জবেহ করি।লক্ষ লক্ষ টাকা খরচ করি। কিন্তু এই কুরবানি থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না।য়আমাদের কুরবানি লৌকিকতা,ও প্রতিযোগীতাপূর্ণ বলে অনেকে মনে করে থাকেন। আমরা শুধু পশু কুরবানি করি, কিন্তু আমরা কখনও মনের পশুকে কুরবানি করতে পারিনা।আর আমরা মনের পশুকে কুরবানি করি না বলেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কুরবানি করার পরও আমাদের আদর্শের কোন পরিবর্তন হয় না।
পূনর্মিলনীতে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন যে,এক জন মুসলমান কুরবানি করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। আর এর মধ্যে অন্তর্নিহিত শিক্ষা ব্যাক্তি ও সমাজে সুপ্রতিষ্ঠিত করার মধ্যেই কুরবানীর সার্থকথা নিহিত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান বলেন, খেলাফত মজলিস হল মানবতার কল্যানের মধ্য দিয়ে একটি কল্যাণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার শপথে বলীয়ান একটি রাজনৈতিক আন্দোলন। এ আন্দোলনে সবাইকে অংশ গ্রহণের জন্য আহবান জানান।
সাউথ শাখার সভাপতি মাওঃ সাদিকুর রহমান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম,কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান মাও শামসুল হক্ব, বিশিষ্ট শিক্ষাবিধ শায়খ রামজি, খেলাফত মজলিস নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর প্রতিষ্ঠাকালীন প্রতিনিধি পরিষদ সদস্য ও ইউরোপ মজলিস এ টীম সদস্য মাও শওকত আলী ও বিশিষ্ট কমিউনিটি নেতা ও ইউরোপ মজলিস এর টিম সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ, ইউরোপ জমিয়ত সহ সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, ইউকে জমিয়ত এর সহ সভাপতি মুফতী শায়খ আব্দুল মুন্তাকিম, খেলাফত মজলিস ইউকে নর্থ এর সেক্রেটারী মাওঃ এনামুলহাসান সাবীর ও সহসেক্রেটারী মাওঃ আ ফ ম শুয়াইব, ইউরোপ জমিয়ত এর সহ সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দীন, ইউকে জমিয়ত এর সেক্রেটারী মাও সৈয়দ নাঈম আহমদ ও আল হাসানাহ সেন্টার এর চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, সাউথ এর বায়তুলমাল সম্পাদক হাফিজ কামরুল হাসান খান,সাউথ শাখার তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মুস্তাক আহমদ, নির্বাহী সদস্য মাওঃ আব্দুল আহাদ,খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি হাফিজ মাও এনামুল হক,সেন্ট্রাল লন্ডন রিজেন্ট পার্ক মসজিদ ইমাম ও খতীব শায়খ কাজী লুৎফুর রাহমান,এ আই টির সভাপতি মাওলানা সালেহ আহমদ ভূইয়া, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মাওঃ শাহিদুর রহমান মাহমুদাবাদী।ইষ্টলন্ডনের একটি হলে অনুষ্ঠিত বর্নাঢ্য এ অনুষ্ঠানে মাও নুরুল আমীন মুন্না ও হাফিজ জাকারিয়া আহমদ কন্ঠে হামদে বারী তায়ালা ও মজলিস সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেমব্রিজ শাখার সভাপতি মাওঃ নোমান উদ্দীন, লুটন শাখার সভাপতি মাও মাসরুর আহমদ বুরহান,লন্ডন মহানগর শাখার সেক্রেটারী মাওঃ জাবির আহমদ,কেমব্রিজ শাখার সেক্রেটারী হারুন মিয়া, খেলাফত মজলিস সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম ছাবীর, এ আইটির সেক্রেটারী মাও আব্দুল খালিক সাহেদ,লুটন এ সহসভাপতি ইহতেশামুল হক্ব শামীম ও সেক্রেটারী মাওঃ ওবায়দুল্লাহ, লন্ডন সিটি শাখার সহ সভাপতি মাও আনিসুর রহমান ও সহ সেক্রেটারী ফুজায়েল আহমদ নজমুল ও মাওঃ দিলওয়ার আহমদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য হাফিজ.মাও সাদিকুর রহমান, হাফিজ আব্দুল কাদির, আব্দুল গফুর হাফিজ হোসাঈন আহমদ বিশ্বনাথী।
সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান ভারতীয় ঢলে বাংলাদেশে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সরকারসহ সকল বিত্তবানদের দূর্দশাগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।