ফেঞ্চুগঞ্জের কটালপুরে পাহাড়িকা লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ৯:২৯:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
তিনি বলেন, সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বগিগুলো উদ্ধারের কাজ চলছে। এ কাজে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সারদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও সেগুলো আটকা পড়েছে।