বিশ্বনাথ: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলীর দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৪, ১২:৩৯:৪০ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি রোববার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হামদরচক গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র’সহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৪ জুন) দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলীকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পূর্বে সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলীকে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও গার্ড অফ অনার প্রদান করা হয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন স্থানীয় সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
এসময় জানাযায় বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলীর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।