বড়লেখায় বন্যার্তদের মাঝে হাইজিং কীট বক্স বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৪, ৬:৫৩:৫৬ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিং কীট বক্স বিতরণ করেন মৌলভীবাজার-১ (বড়লেখা -জুড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন।
সোমবার উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে হাইজিং বক্স ও দুটি আশ্রয় কেন্দ্রে ৭০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি এবং আশ্রয় কেন্দ্রে সবার খোজ খবর নেন।
হাইজিং বক্সে প্লাস্টিকের গজ, প্লাস্টিকের মগ, প্লাস্টিকের বদনা, ব্রাশ, শিশুদের সেন্ডেল, বড়দের সেন্ডেল, ডিটারজেন্ট পাউডার, সাবান, লন্ডি সাবান, গামছা, নেইল কাটার, সেনিটারি কাপড় ইত্যাদি সরঞ্জাম ছিল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসলাম সারোয়ার, পৌরসভা মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক প্রফেসার হেলাল উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম, সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারন সম্পাদক সায়েদুল মজিদ নিকু।
সুজানগরের ট্যাগ অফিসার মইন উদ্দিন জানান, সুজানগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ টি হাইজিং বক্স বিতরণ করা হয়েছে। তালিমপুর ইউনিয়নে ৬ টি,দাসেরবাজার ইউনিয়নে ২ টি ও বর্ণি ইউনিয়নে ৪ টি হাইজিং কীট বক্স বিতরণ করা হবে।