সিলেট: টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৪, ৯:৫২:৪৪ অপরাহ্ন
সিলেট অফিস: গোয়াইনঘাট উপজেলায় ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার (২৩ জুন) দুপুর একটার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান এই চিনি উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম।
অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ি থেকে ১২ হাজার ৭০০ কেজি পরিমাণ ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৫ হাজার টাকা।
পরে আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমাদানের জন্য তামাবিল শুল্ক কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়।
অভিযানে অংশ নেন তামাবিল শুল্ক কর্তৃপক্ষের পক্ষে গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) মো. মামুন শেখ, ৪৮ বিজিবি সিলেটের নায়েব সুবেদার মো. শহিদুল আলম এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এসআই ফখরুল ইসলাম।