গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৪, ১০:৪৮:২৬ অপরাহ্ন
সালেহ আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিবন্দী মানুষের মাঝে উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আওতায় শুকনো খাবার বিতরণ করেছে।
শুক্রবার (২১ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী বন্যাদূর্গত গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শিয়ালাহাওর, চলিতাবাড়ি, বাইমাইরপাড়, চৌধুরীকান্দি, তোয়াকুল ইউনিয়নের চদিবদি হাওর, মেওয়ারবিল, পূর্ব পেকেরখাল এবং ফতেহপুর ইউনিয়নের বাগবাড়ি এলাকায় বন্যাদূর্গতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা শুকনো খাবার চিড়া, গুড়, চাল, শিশু খাদ্য গুড়া দুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, তোয়াকুল ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ সহ নন্দীরগাঁও ইউপি সদস্যগণ এবং উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।